



অন্তর্দৃষ্টি বনাম অন্ধত্ব
Publisher Description
নিম্নলিখিত ছোট বইটি এই বিশ্বের অন্তর্দৃষ্টি এবং অন্ধত্বের মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করে। এই আলোচনা পবিত্র কুরআনের অধ্যায় 2 আল বাকারাহ, আয়াত 168-171 এর উপর ভিত্তি করে:
"হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও উত্তম তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তিনি তোমাদিগকে শুধু মন্দ ও অশ্লীলতার নির্দেশ দেন এবং আল্লাহর সম্বন্ধে এমন কথা বলতে যা তুমি জানো না। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের বাপ-দাদাদেরকে যা করতে দেখেছি তারই অনুসরণ করব। যদিও তাদের বাপ-দাদারা কিছুই বোঝেনি এবং তারা হেদায়েতও পায়নি? কাফেরদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মত, যে চিৎকার করে যে ডাকাডাকি ছাড়া আর কিছুই শোনে না [অর্থাৎ, গবাদি পশু বা ভেড়া] - বধির, বোবা এবং অন্ধ, তাই তারা বোঝে না।"
আলোচিত পাঠগুলো বাস্তবায়ন করা একজনকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করতে সাহায্য করবে। ইতিবাচক বৈশিষ্ট্য অবলম্বন করা মন ও শরীরের শান্তির দিকে নিয়ে যায়।