Kalam Katha (Bengali) Kalam Katha (Bengali)

Kalam Katha (Bengali‪)‬

    • 1,49 €
    • 1,49 €

Descripción editorial

সুগন্ধ আর মধু বিলোয় ফুলকাজ ফুরোলে ঝরে পড়ে নীরবে
ফুলের মতো হও, সর্বগুণের আধার, তবু প্রত্যাশাহীন

যেখানেই গেছেন, জ্ঞানের সুগন্ধে ভরে গেছে দশদিক। সাফল্যের চূড়ায় বসেও ফুলের মতোই বিনম্র তিনি। হাসিমুখে বলতেন বরাবর, 'সময় হলেই চলে যাব।' যে কাজ ভালোবেসেছেন আজীবন, সেই শিক্ষকতার মাঝখানে, প্রিয় ছাত্রদের সান্নিধ্যে এল তাঁর বিদায়ের মুহূর্ত।
তাঁর সারল্যই তাঁকে করে তুলেছিল অসাধারণ। ৮৩ বছর বয়সেও অদম্য উৎসাহ, দেশের জন্য, দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তে তৈরি সবসময়। সেই যেদিন তাঁর তত্ত্বাবধানে তৈরি ভারতের প্রথম স্যাটেলাইট নিয়ে যাওয়া হয়েছিল গোরুর গাড়িতে চাপিয়ে, সেদিন থেকে শেষদিন পর্যন্ত একইরকম নিষ্ঠায় কাজ করে গেছেন ড. এপিজে আবদুল কালাম। দেশের মানুষকে উন্নততর জীবনের স্বাদ দেওয়ার কাজ।
শিক্ষাজগতের সঙ্গে তিনদশকেরও বেশি সময় যুক্ত আছি, আর সাহিত্য আমার নেশা। মনের গভীরে কোথায় যেন মহাপ্রাণ মানুষটির সঙ্গে গভীর সংযোগ অনুভব করি। সেখান থেকেই তাগিদ এল এই বই সম্পাদনার।
বছরের পর বছর ধরে ছাত্রধারা বয়ে চলে, কত শিক্ষকের সঙ্গে পরিচয় হয়। ড. কালামের মতো আমিও বিশ্বাস করি, স্বপ্ন দেখতে না শিখলে জীবনে কোথাও পৌঁছনো যায় না। কালাম বলতেন, 'ঘুমিয়ে নয়, মানুষ আসল স্বপ্ন দেখে জেগে।'
যখন বয়স কম থাকে, স্বপ্ন থেকেই আসে কাজ করার তাগিদ। আসলে স্বপ্নই আমাদের জাগিয়ে রাখে। তরুণ বয়সে ড. কালাম সম্পর্কে যখন প্রথম জানলাম, তখন থেকেই তিনি আমার প্রেরণা। তিরিশ বছর আগে যেদিন আমার দাদা গৌতম রায়চৌধুরীর সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ তৈরির উদ্যোগ নিলাম, সেদিনও যাঁর জীবন ও কাজ আমাকে উদ্দীপিত করেছিল, তিনি কালাম স্যার। আমাদের সবার শিক্ষক।
আশা করব, এই বইটি বাংলা ভাষাভাষী তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, আলোকিত করবে কালামের আদর্শে। সফল হবে তাঁর নতুন ভারত গড়ার স্বপ্ন, ভিশন ২০২০।
এই বইটি সম্পাদনায় আমাকে সাহায্য করেছেন সানন্দা ব্যানার্জি ও অয্যাণী ব্যানার্জি। তাঁদের ও প্রকাশক শংকর মণ্ডলকে আমার আন্তরিক ধন্যবাদ।

GÉNERO
Ficción y literatura
PUBLICADO
2017
12 de agosto
IDIOMA
BN
Bengalí
EXTENSIÓN
137
Páginas
EDITORIAL
Techno India
TAMAÑO
2,4
MB

Más libros de Satyam Roychowdhury

Tagore For You (English) Tagore For You (English)
2017
Biroher Ontorale (Bengali) Biroher Ontorale (Bengali)
2017
A.P.J. Abdul Kalam (English) A.P.J. Abdul Kalam (English)
2017
Netaji for You Netaji for You
2017
A Poetic Pilgrimage (English) A Poetic Pilgrimage (English)
2017
Damini (Bengali) Damini (Bengali)
2017