Natun Natun Natak (Bengali) Natun Natun Natak (Bengali)

Natun Natun Natak (Bengali‪)‬

    • 3,49 €
    • 3,49 €

Descripción editorial

এই সংকলনটির নাটকগুলি নতুনদের জন্য নতুনভাবে নতুন দিনের দাবি মেনে লেখা। তাই এর নাম 'নতুন নতুন নাটক'।

স্বপ্নাবিল শিশু-কিশোর মনের চিরন্তন চাহিদা নির্মল প্রকৃতির মতো সুন্দর ও সর্বজনীন। সময়ের পরিবর্তনেও তার মৌলিকত্বের অভাব হয় না। অকৃত্রিম ও অনাদি সেই বালার্কজ্যোতির কোমল স্পর্শ এই সংকলনের সব নাটকেই কম-বেশি উপস্থিত। আর অবশ্যই তা নতুনত্বের ভাস্বরতায় এক উজ্জ্বল উপস্থিতি।

নাটকগুলির উপজীব্য বিষয়বস্তুর এই সাধারণ অবস্থানটুকু ছাড়া এদের অন্য দিকও আছে। যেহেতু বড়োদের আধিপত্য প্রভাবিত পৃথিবী থেকে শিশু-কিশোরদের বস্তু পৃথিবীটা আলাদা করা যায় না, তাই সেই বড়োদের অপরিণামদর্শিতার অসংগতিও অনেক নাটকের বিষয়ীভূত হয়েছে। সেখানে তাদের উত্তরসূরিদের যন্ত্রণা, রুক্ষতাক্লিষ্ট মনের আকুতি প্রকট এবং বস্তু পৃথিবীর অবহেলায় করুণ। এসবের সঙ্গে আধুনিক মার্জনায় সংস্কৃত শ্লেষ ও কৌতুকের সংশ্লেষণও ঘটেছে নাটকগুলিতে।

এ সবকিছুর সমাহারে নাটকগুলি মঞ্চে আনন্দ দেবে যেমন, তেমনি দেবে এক ধরনের সামাজিক সচেতনতার প্রশিক্ষণ। এবং সর্বোপরি উদ্দাম দামাল সাহসী শিশু-কিশোদের জন্য কিছু করে দেখাবার খোরাকও হয়তো মিলতে পারে এই সংকলন থেকে ।

GÉNERO
Arte y espectáculo
PUBLICADO
2014
13 de febrero
IDIOMA
BN
Bengalí
EXTENSIÓN
389
Páginas
EDITORIAL
Shishu Sahitya Samsad Pvt. Ltd
TAMAÑO
2,5
MB