



অবিশ্বাসের দর্শন
-
- 4,99 €
-
- 4,99 €
Description de l’éditeur
প্রকাশনার এক দশকের মাইকফল ছোঁয়ার প্রাক্কালে প্রকাশিত হল অবিশ্বাসের দর্শনের পঞ্চম সংস্করণ। বইটির লেখক মুক্তমনা সম্পাদক অভিজিৎ রায়, তৃতীয় জাগৃতি সংস্করণ প্রকাশক ফয়সাল আরেফীন দীপন, সম্পাদক অনন্ত বিজয় দাশকে ২০১৫ সালে যুক্তি, মানবতাবাদ ধারণের অপরাধে নির্মম ভাবে হত্যা করে আনসার বাংলা টিম নামে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ। হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকেও।
জঙ্গিদের চাপাতির আঘাত প্রাণ নিলেও থামাতে পারেনি অবিশ্বাসের দর্শন পাঠ।
২০১১ সালের ফেব্রুয়ারি বইমেলায় শুদ্ধস্বর প্রকাশ করে অবিশ্বাসের দর্শন। ২০১২ সালে একই প্রকাশনী থেকে পেপারব্যাকে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। জাগৃতি প্রকাশনী অবিশ্বাসের দর্শনের তৃতীয় সংস্করণ প্রকাশ করে ২০১৪ সালে। জাগৃতি প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিন ২০১৫ সালে শাহবাগে নিজ অফিসে খুন হবার পর ২০১৬ সালে অবিশ্বাসের দর্শনের চতুর্থ সংস্করণ প্রকাশ করে শুদ্ধস্বর। এছাড়াও গত দশ বছরে অবিশ্বাসের দর্শনের পাণ্ডুলিপি পিডিএফ আকারে ই-বুক আকারে প্রকাশ করেছে বই-দ্বীপ (শুদ্ধস্বর থেকে ২০১১ সালে প্রকাশিত প্রথম সংস্করণ), ২০১৫ সালে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পরে মুক্তমনা ফ্রি ই-গ্রন্থাগারে বইটইর তৃতীয় সংস্করণের পাণ্ডুলিপি ই-বুক আকারে প্রকাশ করা হয় যার আপডেটেড কপি পাঠকের ডাউনলোডের জন্য সবসময় উন্মুক্ত।
২০২০ সালে প্রকাশিত অবিশ্বাসের দর্শনের এ পঞ্চম সংস্করণের আপডেট, পরিমার্জনা, সম্পাদনা, ডিজাইন এবং ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন বইটির জীবিত লেখক রায়হান আবীর।