কিন্নরকণ্ঠী নদী কিন্নরকণ্ঠী নদী

কিন্নরকণ্ঠী নদ‪ী‬

Descripción editorial

নদী আর মানুষের জীবনের কী আশ্চর্য মিল! দুটোই স্বতত প্রবাহিত। অথচ আঁবেবাঁকে অনবরত পরিবর্তন ঘটে চলছে। কখনও গতির, কখনও বা রূপ-বৈচিত্র্যের। এ উপন্যাসে উঠে এসেছে দুই নারী চরিত্রের কথা। একজন অসামান্য আকর্ষণীয়, আরেকজন দশজনের ভিড়ে মিশে যাওয়া কেউ যাকে আলাদা করে চোখে পড়ে না। স্রোতস্বিনী জীবনের ধারার পথে তাদের মিল হয়,বন্ধুত্ব হয়। অলক্ষ্যে একজন আরেকজনের আনন্দ, হাসি, বেদনা, দুঃখ-সুখের প্রভাবক হয়ে উঠে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আরও আছে সুমনের মতো রোমিও, সুজনের মতো সুবিধাবাদী, আর রেজওয়ানের মতো আবেগপ্রবণ দেশপ্রেমিক পুরুষেরা। এরা কোনো না কোনোভাবে লাবণী আর হিয়ার জীবন-বলয়ে প্রোজ্জ্বল্যমান। তাদের উপস্থিতি ছাড়া ঘটনা এগোয় না। এছাড়াও প্রসঙ্গক্রমে এসেছে মানসিক রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, আর্মি-সিভিলিয়ান দ্বন্দ্বের কথা।
পথের মাঝে নদী মিলে আবার আলাদা হয়ে যায়। যে যার নিজের ছন্দে অবধারিত মোহনার দিকে এগিয়ে চলে। সেই শেষটা কেমন?
নদী তার চলার পথ আর পরিণতির জন্য কতোটা দায়ী? আর নারী?
সারাটা পথ গুনগুন করে গান গেয়ে পথ চলা মন-আবেশী এক কিন্নরকন্ঠী নদীর জীবন কী আমরা পেতে পারি না?

GÉNERO
Ficción y literatura
PUBLICADO
2012
21 de diciembre
IDIOMA
BN
Bengalí
EXTENSIÓN
134
Páginas
EDITORIAL
Wahida Afza
VENDEDOR
Draft2Digital, LLC
TAMAÑO
221.6
KB
নিরন্তর (Nirontor) নিরন্তর (Nirontor)
2010
চন্দ্রশেখর চন্দ্রশেখর
2014
পারস‍্য পারস‍্য
2013
ইন্দিরা ইন্দিরা
2014
রজনী রজনী
2014
এই ঘর এই লোকালয় এই ঘর এই লোকালয়
2017