নিরন্তর (Nirontor)
発行者による作品情報
বর্তমান প্রজন্মকে লেখক বলেছেন ‘সূর্যোদয় বঞ্চিত প্রজন্ম’ এ প্রজন্ম এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা আমরা সবাই জানি কিন্তু সেসব নিয়ে কথা বলি না। উপন্যাসের শুরুটা পড়ে অনেকেই হতাশ হবেন। মনে হবে এতো আমার সংস্কৃতির গল্প নয়। অথচ এ গল্প আমাদের সমাজের, প্রতিদিন-প্রতিমুহূর্তে ঘটে চলা নিতান্তই সাধারণ কিছু সত্য। এক অদেখা মোহের পেছনে নিরন্তর ছুটে চলা বর্তমান প্রজন্ম কোথায় চলেছে সে গল্প নিয়ে লেখা এই উপন্যাস ‘নিরন্তর’।