নিঃসঙ্গ নিনাদ Nissango Ninad
-
- ¥300
-
- ¥300
Publisher Description
মাসুদুল ইসলাম গল্পকার হতে চেয়েছিল।
কিন্তু, সাবৃনা কী চেয়েছিল?
কর্পোরেট এবং মিডিয়া হাউজের দ্বন্দ্বে কে এই অনামিকা?
কার ইশারায় অস্থির চঞ্চল চৌধূরী, জাভেদ হোসেন, কিংবা সাইফুল হক?
কাটাবনের টিনশেড বাড়ির সিলিং, পলেস্তারা ওঠা দেয়াল, মেসের খাট, এবং খাটে শুয়ে থাকা মাসুদ বাস্তব ও স্বপ্নের দোলাচলে কোন গল্পের ভেতরে ডুবে যাচ্ছে?
নিঃসঙ্গ নিনাদ –
টানটান গদ্যে লেখা ৭৫০০ শব্দের বড় গল্প।