Kachbondi Symphony Kachbondi Symphony

Kachbondi Symphony

    • $2.99
    • $2.99

Publisher Description

শব্দরা থেমে যায়...
থেমে যেতে হয়, বহুদূর হেঁটে যাবার পরও।

ঝিরিপথে একরাশ ভেজা বালির মতো জমে থাকা সেই শব্দ পেরিয়ে কিছু পথ হাঁটলে খুঁজে পাওয়া যায় অদ্ভুত এক নৈঃশব্দ্য। আর গাছের ছায়ায় পথভোলা হয়ে বসে থাকা যায় একটা জীবন। সেখানে চাঁদের আলোয় বাতাসের শব্দে ঝরে পড়ে চুপচাপ পাতারা। দ্বিমাত্রিক সেই পৃথিবীতে কেউ সূর্য খোঁজে না। মানুষের অনুভূতির চড়া সুরে পুড়ে গেছে অসংখ্য চোখের আলো, তৈরি হয়েছে নৈর্ব্যক্তিক কাচের দেয়াল। এক আকাশ ভরা জ্বলজলে তারার কোন অর্থ নেই সেখানে, বরং একমাত্র ভাষা হলো শব্দ।

অষ্টপ্রহর ফিরে ফিরে হয় শুধু কোলাহল, আর কখনো বা নীরবতা। তারপরেও, যেদিন বিষণ্ণ জ্যোৎস্না এসে সেই শহরের রোদভেজা পথে নতুন করে আল্পনা তৈরি করে, সেদিন সেই ছায়া ছায়া শব্দগুলো কেমন একটা নির্যাসের মতো ছড়িয়ে পড়ে শহরময়। বন্ধ জানালায় বাঁধা পেয়ে দেয়ালের আড়ালে বেঁচে থাকা মানুষগুলোর কাছে ছুটে যেতে যায় অসংখ্য গল্প, কখনো না তৈরি হওয়া কোন সিম্ফনির মতো...কাচবন্দি সিম্ফনি...

GENRE
Fiction & Literature
RELEASED
2021
3 March
LANGUAGE
BN
Bengali
LENGTH
96
Pages
PUBLISHER
Boierhut Publications
SELLER
Riton Khan
SIZE
6
MB