মেয়েরা কোনটির জন্য প্রস্তুতি গ্রহণ করছে?
Descrição da editora
আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন। এই বইয়ের বিষয়ভিত্তিক আলোচনা হল বর্তমান নারীদের সাথে সংশ্লিষ্ট বিষয় ও ঘটনা নিয়ে, যেটি কোন কাল্পনিক বিষয় নয়। এই বইতে মুসলিমাত নারী ও মুমিনাত নারীদের নিয়ে আলোচনা করা হয়নি। এই বইতে আমরা নারীদের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ে গবেষণা করে তার ফল প্রকাশ করেছি মাত্র। এই বইয়ের বিষয় বস্তু আপনি নারীদের সাথে মিলিয়ে দেখতে পারেন। আমরা এই বইতে বিবাহিত-অবিবাহিত নারী ও পুরুষ সম্পর্কে কিছু আলোচনা করেছি। আমাদের সকলেই জানি নারীদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো খুব কৌতূহলোদ্দীপক।