Kishor Sahitya -Mahasweta Devi
-
- USD 5.99
-
- USD 5.99
Descripción editorial
ঝাকড়দা গ্রামে অনবরত-র বাড়ি৷ সেখানে ইশকুল বসিয়েছিলেন ছত্রধরবাবু৷ ছাতার ব্যাবসা থেকে তাঁর অনেক আয়৷ একবার কোনো বই থেকে তিনি জানলেন ছত্রধর বলে আরও একজন ছিলেন৷ জেনেই তাঁর আরেকটি কথা জানতে সাধ হল৷ তিনি নিজে বিশ বছরে দশ লাখ ছাতা তৈরি করেছেন৷ বইয়ের লোকটির কত ছাতা ছিল? তাঁর সে সাধ মেটাতে অনবরত এক জটাবাবার কৃপায় শিবাজির দেখা পেয়ে জেনেছিলেন-অভিষেকের সময়ে যে ছাতাটির নীচে বসেছিলেন সেটি ছাড়া তাঁর আর ছাতা ছিল না৷
মহাশ্বেতা দেবী জানিয়েছেন-গল্পের গোরু গাছে ওঠে আর তাঁর মায়ের গোরু ন্যাদোশ তালের রস খেয়ে মাতাল হয়ে গোয়ালঘরে না গিয়ে সিঁড়ি বেয়ে দোতলার ছাদে উঠে পড়ে৷ তাঁর ভুলো ভূতের গল্পও কি কম আকর্ষণীয়? তপনবাবুর মন খুব সজাগ, কোনো কাজে ভুল করেন না, কেউ ভুল করলে চটে যান৷ সেই তিনি চাঁদনি রাতের হালকা আলোয় দেখলেন একটা মুণ্ডু ভেসে ভেসে ফুঁপিয়ে কাঁদছে৷ সে নাকি কাকে ভয় দেখাতে গিয়ে মনের ভুলে ধড়টা কোথায় ফেলে এসেছে৷ কিছুতেই মনে পড়ছে না৷ একে নিয়ে তপনবাবু কী করবেন?
এমনি নানান স্বাদের অনেক গল্প-উপন্যাস আর বিদ্রোহী বীরসা মুন্ডার জীবনকথার সংকলন মহাশ্বেতা দেবীর কিশোর সাহিত্য৷