অনিন্দিতার পাতা থেকে
Publisher Description
. . . . .আজ শুধুই মনে মনে আউরে যায়তুমি ছাড়া এই এতোগুলো দিন এতোটা পথ আমি কিভাবে এসেছি জানো অপলক?কোন ধারনা আছে তোমার?এমনকরে শুধু নিজেকেই বঞ্চিত করনি তুমি । আমাকেও বঞ্চিত করেছ আমার প্রাপ্তি থেকে । এতগুলো বছর শুধুশুধু নষ্ট হয়ে গেল আমাদের!না হয় কষ্ট হত তবুও তোমার শেষদিনটায় তোমার হাত ধরে তোমার মাথায় হাত বুলিয়ে তোমার মৃত্যু যন্ত্রণা কিছুটাতো কমিয়ে আনতে পারতাম । তুমি আমার কোলে মাথা রেখেইতোমারশেষ নিঃশ্বাস নিতে । আমি কি তোমাকে কম ভালবেসেছিলাম?যার শাস্তি তুমিআমাকে এভাবে দিলে?এই যে এতগুলো বছর বেঁচে ছিলাম তাতো কেবল এই জোরেই যে,পৃথিবীর কোথাও তুমি তোমার ভালবাসা নিয়ে বেঁচে আছো,সুস্থ আছো । তোমার একখানাসুখের ঘর হয়েছে!এই পৃথিবীর বুকে তুমি আর নেই এ কথা জানবার পর আমি বাঁচিকি করে......অপু......কি করে পারলে তুমি...???আজ অনিন্দিতা তারচোখের পানি লুকনোর কোন চেষ্টা করল না । তাদের বাঁধ ভেঙ্গে যেতে দিল ।সবসময় সবকিছু লুকোতে নেই ।আজ কান্নায় ওর কোন লজ্জা নেই । . . . .