তবু স্বপ্নেরা সমাহিত হতে হতে ভেসে যেতে জানে তবু স্বপ্নেরা সমাহিত হতে হতে ভেসে যেতে জানে

তবু স্বপ্নেরা সমাহিত হতে হতে ভেসে যেতে জান‪ে‬

وصف الناشر

রাতভর আধোঘুম আর জাগরণে কাটিয়ে এই প্রত্যুষেও নুমদ্দির ঘুম পাচ্ছিল খুব । কিন্তু এখন আর ঘুম যাবার উপায় নেই । সকাল সকাল কাজে নামতে হবে । ওদিকে খেরি নাস্তা তৈরি করে রাখবে । কাজ থেকে ফিরা হবে সেই দশটার দিকে । তখন নাস্তা সেরে কিছুক্ষণ বিশ্রাম নেবার সময় হাতে জুটতে পারে তবে ও কেবল বিশ্রামই ঘুম নয় । কিন্তু আজ কাজের পরিমাণ বেশি । বিশ্রামের সুযোগ নাও হতে পারে । কাঁথা মুড়ি দিয়ে সকালের আবছা আলোয় নুমদ্দি এসব চিন্তা করছিল । হঠাত্‍ উঠোনে মোরগের ডাক কানে এল । এই যাহ্ । নুমদ্দি এক লাফে বিছানা ছেড়ে ওঠে । এখনো মাথা ঘুরছে নুমদ্দির ।
দরজা খুললে । বর্ষার আঁশটে গন্ধ এসে নাক ভরিয়ে দিয়ে গেল । এখন শ্রাবণ মাস । খুব একটা বৃষ্টি না হলেও আকাশ মেঘে ঢাকা থাকে আর গুড়ু গুড়ু ডাক তো আছেই ।
নুমদ্দি ঘর থেকে বের হয় । খেরি ততক্ষণে উঠে পড়েছে । উঠোন ঝাড়ু দিতে ব্যস্ত । মুরগির খোয়াড়ের দিকে চোখ পড়তেই আরে খেরি এহনো মুরগি গুলারে ছাড়স নাই । খোয়াড়ের ভিতর থেকে আওয়াজ আসছে । মোরগ গুলো কিছুক্ষণ পর পর ডেকে উঠছে । নুমদ্দি আর দাড়ায় না । খেরি কি যেন বলতে যায় নুমদ্দির খেয়াল হয়নি ।
দ্রুত কলে চলে যায় । হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে চলে যায় ।

النوع
قصص وأدب
تاريخ النشر
٢٠١٥
٣ فبراير
اللغة
BN
البنغالية
عدد الصفحات
١٧
الناشر
Tanzir Uddin
البائع
Draft2Digital, LLC
الحجم
٤٧٢٫٧
ك.ب.
দেখিতে গিয়াছি পর্বতমালা [Dekhite Giyachhi Porbotmala] দেখিতে গিয়াছি পর্বতমালা [Dekhite Giyachhi Porbotmala]
٢٠١٢
নিলামে পাঁচটি শব্দ নিলামে পাঁচটি শব্দ
٢٠١٨
প্রশ্ন তারও কমন পড়েছিল প্রশ্ন তারও কমন পড়েছিল
٢٠١٦
বিতংস (The Trap) বিতংস (The Trap)
٢٠١٣
ক্ষমতাহীনদের শক্তি ক্ষমতাহীনদের শক্তি
٢٠٢٠
রূপ টুপ কথা টথা রূপ টুপ কথা টথা
٢٠١٤