ধর্মশিক্ষা
The ‘Catechetical Lectures’ of Saint Cyril of Jerusalem, translated into Bangla from Greek, with introduction and explanatory notes.
Publisher Description
সাধু সিরিলের সর্বাধিক বিখ্যাত রচনা হল ২৪টি উপদেশ যা ৩৪৮ বা ৩৫৯ সালে যেরুশালেমের পবিত্র সমাধি মহাগির্জায় পরিবেশিত হয়।
উপদেশগুলো সমষ্টিগতভাবে “ধর্মশিক্ষা” বা “যেরুশালেমের ধর্মশিক্ষা” বলে পরিচিত। সবগুলো নানাভাবে পাস্কাপর্ব কেন্দ্র করে, এবং এভাবে বিভক্ত:
• “প্রারম্ভিক ধর্মশিক্ষা”: এই প্রথম ধর্মশিক্ষা দীক্ষাপ্রাপ্ত ও দীক্ষাপ্রার্থী উভয় শ্রোতাদের লক্ষ করে ও খ্রিষ্টীয় দীক্ষা গ্রহণ যে কেমন গুরুপূর্ণ পদক্ষেপ এবিষয় ব্যাখ্যা করে।
• “আলোপ্রত্যাশীদের ধর্মশিক্ষাসমূহ”: এই ১৮টা উপদেশ কেবল আলোপ্রত্যাশীদের অর্থাৎ দীক্ষাপ্রার্থীদের উদ্দেশ করে, ও পাস্কাপর্বের আগেকার প্রস্তুতিকালে পরিবেশিত। এগুলোর মধ্যে প্রথম যে ৫টা ধর্মশিক্ষা (১-৫), সেগুলো নানা সাধারণ ধর্মীয় বিষয়ে কেন্দ্রীভূত, ও বাকি ১৩টা (৬-১৮) বিশ্বাসসূত্র বিস্তারিতভাবে ব্যাখ্যা করে।
• “রহস্যগুলি বিষয়ক পঞ্চ ধর্মশিক্ষা”: বাকি ৫টা ধর্মশিক্ষা (১৯-২৩) পাস্কার পর সপ্তাহে “নবজাতদের” অর্থাৎ সদ্যদীক্ষিতদেরই লক্ষ করে, অর্থাৎ তাদেরই লক্ষ করে যারা প্রার্থী হিসেবে পাস্কার আগে সেই ১৮টা ধর্মশিক্ষায় যোগ দিয়েছিল ও পাস্কা রাতে খ্রিষ্টীয় দীক্ষার সাক্রামেন্তত্রয় গ্রহণ করেছিল তথা বাপ্তিস্ম, দৃঢ়ীকরণ ও খ্রিষ্টের দেহরক্ত। রহস্যগুলিকে (অর্থাৎ সাক্রামেন্তত্রয়কে) কেন্দ্র করে বিধায় এ ৫টা ধর্মশিক্ষা “রহস্যগুলি বিষয়ক পঞ্চ ধর্মশিক্ষা” বলে অভিহিত।