বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী - অবনীন্দ্রনাথ ঠাকুর বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী - অবনীন্দ্রনাথ ঠাকুর

বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী - অবনীন্দ্রনাথ ঠাকু‪র‬

Bageshwari Shilpa-Prabandhabali

    • ‏4٫99 US$
    • ‏4٫99 US$

وصف الناشر

পূজ্যপাদ স্যর আশুতোষের প্রযত্নে ও খয়রার কুমার গুরুপ্রসাদ সিংহের বদান্যতায় ১৯২১ খ্রীষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটি নূতন অধ্যাপক-পদের সৃষ্টি হয়, ভারতীয় শিল্পকলার অধ্যাপনা-সম্পর্কে ‘রাণী বাগেশ্বরী অধ্যাপক’-পদ তন্মধ্যে একটি।



মনে পড়িতেছে, ইহার অব্যবহিত কাল পূর্ব্বে, শিল্পাচার্য্য অবনীন্দ্রনাথ ‘ভারতী’ পত্রিকায় ‘রসের কথা’ নামে এক প্রবন্ধের একস্থানে বলিয়াছিলেন, “এ দেশের অলঙ্কারের সূত্রগুলো যে ছত্রে-ছত্রে Art-এর ব্যাখ্যা ক’রে চলেছে, সেটা কোন পণ্ডিতকে তো এ পর্য্যন্ত বলতে শুন্লেম না।” কিন্তু দরদীর মন লইয়া এ কথা বলিবার— Art-এর প্রকৃত ব্যাখ্যা করিবার—অবনীন্দ্রনাথই যে যোগ্যতম পণ্ডিত, ইহা স্যর আশুতোষ বুঝিয়াছিলেন। ইহা বুঝিয়াই সেই সময়ে তিনি অবনীন্দ্রনাথকেই ‘রাণী বাগেশ্বরী অধ্যাপকের’ পদে বরণ করেন। ১৯২১ খ্রীষ্টাব্দ হইতে আরম্ভ করিয়া ১৯২৯ খ্রীষ্টাব্দ পর্য্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকিয়া তিনি প্রায় ত্রিশটি বক্তৃতা দিয়াছিলেন। সেই সকল বক্তৃতা তখনকার দিনে ‘বঙ্গবাণী’ ও ‘প্রবাসী’ পত্রিকাদ্বয়ে প্রকাশিত হইয়াছিল।



ইহার পর প্রায় এক যুগ অতীত হইয়াছে। শিল্প-চর্চ্চার আদর দেশে দিন দিন বৃদ্ধি পাইতেছে। প্রবেশিকা পরীক্ষার বিষয়-তালিকায় ‘শিল্পরসবোধ’ পাঠ্যরূপে নির্দ্দিষ্ট হইয়াছে; সুতরাং এ সময়ে অবনীন্দ্রনাথের উক্ত বক্তৃতাসমূহ পুনঃ-প্রচারিত হইলে অনেকের উপকার হইবে বিবেচনায় সেগুলি ‘বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হইল।

النوع
الفنون والترفيه
تاريخ النشر
٢٠٢٣
٣٠ سبتمبر
اللغة
BN
البنغالية
عدد الصفحات
٤٦٢
الناشر
SAAP
البائع
SUNIL AKASH ATMAPROKASH KENDRA-BL SK FOR SELF EMANCIPATION
الحجم
٥٫٥
‫م.ب.‬
হানাবাড়ির কারখানা (Bengali) হানাবাড়ির কারখানা (Bengali)
٢٠١٣
আপন পর (Bengali) আপন পর (Bengali)
٢٠١٣
বুড়ো আংলা (Bengali) বুড়ো আংলা (Bengali)
٢٠١٣
ক্ষীরের পুতুল ক্ষীরের পুতুল
٢٠١٤
Bengal Fairy Tales Bengal Fairy Tales
٢٠١٢
ভারতশিল্পের ষড়ঙ্গ - অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতশিল্পের ষড়ঙ্গ - অবনীন্দ্রনাথ ঠাকুর
٢٠٢٣