যোগাযোগ
Publisher Description
১৯২৯ সালে রচিত ‚যোগাযোগ' রবিন্দ্রনাথ ঠাকুরের রচিত অষ্টম উপন্যাস। সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। বিচিত্রা মাসিকপত্রে ধারাবাহিকরূপে প্রকাশিত হয় (আশ্বিন, ১৩৩৪ - চৈত্র, ১৩৩৫)। পত্রিকায় প্রকাশকালে নাম ছিল তিন-পুরুষ। এই উপন্যাসের মূল বিষয় হলো ‚কুমুদিনীর‘ জীবনের পরাভব, দাম্পত্য-সংকট, পারস্পরিক আকর্ষণ-বিকর্ষণের চিত্র রুপায়ন।