ক্ষমতাহীনদের শক্তি
発行者による作品情報
বর্তমানে মুসলিমরা সারা বিশ্বে অত্যাচারিত হচ্ছে, তার থেকে আমাদের কিছু শিক্ষণীয় রয়েছে। আমাদের মূল লক্ষ্য মানুষকে সাবধান ও সচেতন করা। আমরা যখনই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে জানতে বা আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করেছি সেখানে যুদ্ধ বা জিহাদ, সন্ত্রাসবাদ শব্দগুলোকে পেয়েছি এবং তা নিয়ে কিছু আলোচনাও করেছি। দার্শনিকরা যুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করতে যে উপসংহারে পৌঁছেছে তা হল প্রকৃতপক্ষে মানুষ ক্ষমতা, আধিপত্য বিস্তার ও সম্পদের লোভে যুদ্ধ বিগ্রহ করে।