জ্ঞানের ঘর (House of Wisdom)
発行者による作品情報
এই বইয়ের বিষয়ভিত্তিক আলোচনা হল মুসলিমদের বিজ্ঞান চর্চাকে নিয়ে। আমরা এই বই থেকে জানব কিভাবে মুসলিমরা আবার নতুনভাবে বিজ্ঞানের কর্মকাণ্ড শুরু করতে পারে। আমাদের আলেমরা সত্য বলে যে, অমুসলিমরা বিজ্ঞান ও টেকনোলজিতে এগিয়ে গিয়েছে তার অন্যতম প্রধান কারন অমুসলিমদের চিন্তাভাবনা ও লক্ষ্য একমুখি কিন্তু মুসলিমরা বিজ্ঞান ও টেকনোলজিতে পিছিয়ে রয়েছে তার অন্যতম প্রধান কারন মুসলিমদের চিন্তাভাবনা ও লক্ষ্য দুইমুখি ইহকাল ও পরকাল। এই বই আপনাকে সাধারণ জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। বিজ্ঞান কোনসময় কারো ব্যক্তিগত বিষয় ছিল না। বিজ্ঞান ছিল মানুষের জীবনকে উন্নত করার জন্য। কিন্তু বর্তমানে বিজ্ঞান একটি ব্যবসায়ে পরিনত হয়েছে। আমরা দেখেছি বিজ্ঞানকে ভাগ করা হয়েছে জাতি কিংবা দেশের পরিপেক্ষিতে। একসময় মুসলিমরা বিজ্ঞানে দক্ষ ছিল (অষ্টম শতাব্দী থেকে চৌদ্দ শতাব্দী পর্যন্ত)। কিন্তু সময়ের সাথে মুসলিমরা বিজ্ঞানে দক্ষ ছিল এটিকে অস্বীকার করা শুরু হয়েছে কিছু চালাক ব্যক্তি দ্বারা। এই চালাকরা অনেক কিছু নকল করেছে সত্য। অপরদিকে তাদের নিজস্ব অনেক আবিস্কারও রয়েছে। এবং যা কিছু মুসলিমদের থেকে নকল হয়েছে এইগুলো বর্তমানে একটি গোষ্ঠী তাদের নামে নামকরণ ও উন্নত করেছে বিশেষ কারণে।